রাণী মমতা সরিষার ভিতর ভূতের বদলে সিপিএম দেখিতেন
পুরাকালে বঙ্গবর্ষে এক অস্থিরমতি ও মিথ্যাচারী রাণী মমতার রাজত্ব ছিল। সেই সময়ে প্রজাগণের সমীপ তিনি কৌতুকোপাদান রূপে স্থাপিত হইয়াছিলেন। কথিত আছে যে তিনি সরিষাদানার ভিতর ভূত দেখিবার বদলে সিপিএম দেখিতে পাইতেন।
“হে হুতোম পন্ডিত, আপনি সর্বজ্ঞানী ও সর্বলোকগামী। আমরা শ্রুত হইতে চাই সিপিএম কি ছিল ও কেনই বা তিনি সরিষার মধ্যে ভূতের বদলে সিপিএম দেখিতে পাইতেন।” এই বলিয়া রাজা জনার্দন হুটাহুট শব্দবাণ নিক্ষেপ করিলে তৎক্ষণাৎ হুতোম পন্ডিতের আবির্ভাব হইল।
“হে রাজা, বহুবৎসর পূর্বে বঙ্গবর্ষে একদা সিপিএম নামক একটি প্রজাগোষ্ঠীর হস্তে রাজ্যভার সমর্পিত হইয়াছিল। সেই সময়ে প্রজাগণ পরমসুখে দিনযাপন করিতেন। ধনী ও দরিদ্রের ভেদাভেদ নির্মূল করিবার লক্ষ্যে ওই প্রজাগোষ্ঠীটি সর্বদা তৎপর ছিল। কিন্তু বিশ্বের ধনী রাজাসমূহ এবং ওই রাজাদের চাটুকার প্রজাসমূহ সিপিএমকে বঙ্গবর্ষ হইতে উৎপাটিত করিতে সর্বদা প্রচেষ্টারত ছিলেন। বর্ণিত আছে যে ক্রমাগত সপ্তনির্বাচনযুদ্ধ বিজয়ী সিপিএমপ্রজাগোষ্ঠী অষ্টম নির্বাচনযুদ্ধে বিশ্বের সমগ্র রাজা তথা ধনী সওদাগরবর্গ যথাশক্তি প্রয়োগ করিলে সিপিএম বঙ্গবর্ষে পরাস্ত হইয়াছিল। ইহার ফলস্বরূপ ধনী প্রজাসমূহের ভূয়সী লাভসাধন হইলেও সাধারণ প্রজাবর্গের ক্ষতি অবলোকিত হইত।”
“কথিত আছে যে ওই সময়ে পার্বত্যদেবী পার্বতীর ভজনানিমিত্ত প্রজাগণ দূর্গাপূজা করিত এবং পূজাকালে পরমসুখ উপলব্ধ হইত। পূজার প্রাক্কালে বিভিন্ন সংস্থানের কার্মিক প্রজাগণ উপহারস্বরূপ রাজাকর্ত্তৃক যৎসামান্য অর্থপ্রাপ্ত হইতেন। তাহাকে বোনাস বলা হইত। ওই অর্থদ্বারা প্রজাগণ খাদ্য ও বস্ত্র ক্রয় করিয়া পরমসুখে পূজা উপভোগ করিতেন। ওই অস্থিরমতি রমণী মমতার রাজত্বের প্রথমবর্ষে পূজাকাল আগত হইলে উচিত সময়োপরান্ত প্রজাগণ বোনাসপ্রাপ্ত না হইলে রাণী প্রজাকর্ত্তৃক কুপিত হইয়াছিলেন। স্বীয় দোষ লুক্কায়িত করিবার নিমিত্ত এবং সিপিএম নামক প্রজাগোষ্ঠীকে প্রজাগণের সমীপ অপমান করিবার ইচ্ছার প্রাবল্যের ফলস্বরূপ বোনাস অপ্রাপ্তির কারণ বিষয়ে তিনি সিপিএমকেই দোষারোপ করিয়াছিলেন। তিনি ভাবিতেন এইরূপ দোষারোপণ করিলে সাধারণ প্রজাগণ সিপিএম বিমুখ হইবেন এবং মিথ্যাচারী রাণী মমতা পরমসুখে রাজসুখভোগ করিবেন। হে রাজা জনার্দন, রাণী হিংসার বশীভূত ছিলেন এবং মিথ্যাচারী ছিলেন বলিয়া সিপিএমকে সর্বদাই অপমান করিবার সুযোগসন্ধান করিতেন। প্রজাগণের নিকট স্বীয় দুষ্কর্ম গোপন করিবার নিমিত্ত তিনি এইরূপ যথেচ্ছাচার করিতেন। মিথ্যারটনাদ্বারা গরীব প্রজাগণকে সিপিএমবিমুখ করিতে পারিলে তাঁহার রাজত্ব চিরস্থায়ী হইবে, এইরূপ ভাবনাদ্বারা চালিত হইয়া তিনি স্বীয়দোষ সিপিএম-এর স্কন্ধারোপণ করিতেন।” এই বলিয়া হুতোম পন্ডিত ফরফর করিয়া ডানাবিস্তারপূর্বক মহাকাশে বিলীন হইলেন।
Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
রাজা জনার্দন করজোরে হুটাহুট শব্দবাণ নিক্ষেপ করিয়া হুতোম পন্ডিতকে স্মরণ করিয়া কহিলেন, হে পন্ডিতকূলশ্রেষ্ঠ সর্বজ্ঞ দশালোক পরিব্রাজক হুতো...
-
"হে পন্ডিত হুতোম, ক্ষেন্তিপিসি কে ছিলেন? তিনি বঙ্গবর্ষের প্রজাসকলকে কি উপায়ে দুখসাগরে নিক্ষিপ্ত করিয়াছিলেন? কেনই বা বঙ্গবর্ষ কন্টকতী...
-
হে হুতোম পন্ডিত, আপনি আমাদিগের নিকট আবির্ভূত হইয়া মহারাণী মমতার কাব্যবিন্যাস করিয়া কৌতুকরসে আমাদিগকে সিক্ত করিয়াছেন। অদ্য আমাদিগের মানসপ...
-
“হে সর্বজ্ঞানাধিপতি পন্ডিত হুতোম , অদ্য আপনি আমাদিগের সভাস্থলে সমুপস্থিত হইয়া চক্রান্তাসুর চরিত্র বর্ণনা করিয়া আমাদিগকে জ্ঞানলব্ধ করুন। কি...
-
একদা বঙ্গবর্ষে স্বৈরাচারী ও মিথ্যাচারী রাণী মমতা রাজকার্য পরিচালনা করিতেন। সেই সময়ে বঙ্গবর্ষে তাঁহার ভজনা নিমিত্ত কতকগুলি সংবাদ মাধ্যম সর্...
-
“হে সর্বলোকগামী হুতোম পন্ডিত, আমরা আপনার নিকট জ্ঞাত হইতে ইচ্ছুক যে আনন্দবাজার কে ছিল এবং কি ছিল তাহার অভিপ্রায়? জাগরীকান্ড দ্বারা আনন্দবাজা...
-
পুরাকালে বঙ্গবর্ষে এক অস্থিরমতি ও মিথ্যাচারী রাণী মমতার রাজত্ব ছিল। সেই সময়ে প্রজাগণের সমীপ তিনি কৌতুকোপাদান রূপে স্থাপিত হইয়াছিলেন। কথিত...
-
পুরাকালে বঙ্গবর্ষে ক্ষণকাল স্বল্পজ্ঞানী ও বাকসর্বস্ব রাণী মমতার রাজত্ব ছিল। বিশ্বের সমগ্র রাজাসমূহ তথা ধনী প্রজাবর্গের সহিত সম্মিলিত হইয়া প...
-
হে পন্ডিত হুতোম, আপনি সর্বকালবেত্তা। আপনি সর্বলোকগামী মহাপুরুষ। আপনি আমাদিগের কৌতূহলের একমাত্র নিবারক হইয়া আবির্ভূত হইয়া পুরাকালের ঘটন...
-
কোলকাতাকে লন্ডনে পরিবর্তিত করিবার অনর্থক প্রয়াস হইতে রাণী মমতা যদি বিরত থাকেন তবে সাধারণ প্রজাবর্গের মঙ্গল সাধন হইবে। একদা বঙ্গবর্ষে মমতা ...

>> <<
পুরাণের গল্প। পুরোনো গল্প।
Labels
Powered by Blogger.

Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Categories
Labels
- 2G scam (1)
- Anandabazar (1)
- APDR (1)
- bengal (4)
- Chidambaram (1)
- Congress (1)
- CPI(M) (1)
- Jagori (1)
- London (1)
- Mahashweta (1)
- Mahatma Gandhi (1)
- mamata (5)
- Maoist (1)
- Owl Watch (1)
- Pranab (1)
- puran (1)
- Rabindranath (2)
- আনন্দবাজার (1)
- কাকেশ্বর (1)
- কিউবিক ফিট (1)
- গণিতশাস্ত্র (1)
- জাগরী (1)
- বঙ্গ (2)
- বঙ্গবর্ষ (3)
- বুলেশ্বর (1)
- মমতা (3)
- মাওবাদী (1)
- সংবাদপত্র (2)
- সংবাদমাধ্যম (2)
- সেন্টিগ্রেড (1)
- হুতোম পণ্ডিত (1)

0 comments for this post
Leave a reply