অবিবেচক রাণী মমতা কাকেশ্বর রোগগ্রস্ত হইয়াছিলেন

“হে সুমতি জনার্দন, পুরাকালে বঙ্গবর্ষে কুমতি, ক্ষীণবুদ্ধি ও মিথ্যাচারী রাণীর মমতার রাজত্বকালে বঙ্গবর্ষের প্রজাসকলের দুঃখের অন্ত ছিলনা। প্রজাসকল রাণীর কোপভাজিত হইয়া মৃত্যু গহ্বরে পতিত হইত। কুশাসনের কোপে পতিত হইয়া নবোজাত শিশুসকল ভূমিষ্ঠ হইয়া তৎক্ষণাত প্রাণবায়ু ত্যাগ করিয়া পরলোকগামী হইত। শিশুমৃত্যর হার বর্ধিত হইয়াছিল। মিথ্যাচারী ও অবিবেচক রাণী মমতা ইহাতে আহ্লাদিত হইয়া পরস্কন্ধে দোষারোপণ করিয়া নিতান্ত সুখী হইয়াছিলেন।”
“আমরি চিকিৎসায়নে সেই কালে শতাধিক দুঃস্থ ও দুরারোগ্য ব্যধিময় রোগীর হত্যালীলা সংঘটিত হইয়াছিল। আমরি কর্তৃপক্ষের অসাবধানতা এবং ভ্রষ্টাচারী রাণীর অদূরদর্শিতার কারণেই চিকিৎসায়নের সুরক্ষা বিঘ্নিত হইয়াছিল। আমরি অট্টালিকার অন্দরগহ্বরে সামান্য স্ফূলিঙ্গসম অগ্নিশিখা রাক্ষসীরূপ ধারণ করিয়া শতাধিক রোগীকে গ্রাস করিয়াছিল। ইহাতেও কদাচারী রাণী যারপরনাই আহ্লাদিত হইয়া সংবাদমাধ্যমের সম্মুখে নিজ নাট্যলীলা সম্পাদিত করিয়া সমগ্র প্রজাসকলের নিমিত্ত দুঃখনিবারক ছলব্রতী হইয়াছিলেন। যথারীতি পরস্কন্ধে দোষারোপণ করিয়া পরমসুখে রাজকার্য্যাদিতে মনোনিবেশ করিয়াছিলেন।”
“সেই সময়ে বঙ্গবর্ষের দুঃস্থ প্রজাসকল অত্যধিক পানাসক্ত হইয়াছিল। তাহারা দেশজ সুধা পান করিয়া নিজ দুঃখ নিবারণ করিবার প্রচেষ্টা করিত। দেশজ সুধাকে গরল রূপে গণ্য করা হইত এবং উক্ত পানীয় নিষিদ্ধ ছিল। কথিত আছে অবিবেচক রাণী মমতার রাজত্বকালে সুধাপায়ী জনসংখ্যা শতগুণ বর্ধিত হইয়াছিল। একদা মগরাহাট নামক জনপদে সেই গরলসুধা পান করিয়া দ্বিশতাধিক প্রজা প্রাণবায়ু ত্যাগ করিলে সমগ্র বঙ্গবর্ষ আন্দোলিত হইয়াছিল। দিকে দিকে অপশাসনের ফলস্বরূপ ইহা সংঘটিত হইয়াছে এইরূপ প্রতিফলিত হইয়াছিল। প্রজাসকল রাণীর নিকটাত্মীয় গরলসুধা ব্যবসায়ীদিগের শাস্তির বিধান দাবি করিয়াছিল। মিথ্যাচারী রাণী পরস্কন্ধে দোষারোপণ করিয়া স্বীয় ঘৃণ্যকৃত কিঞ্চিত লাঘব করিবার প্রচেষ্টারত হইয়াছিলেন।”
“একদা রাজসভায় দন্ডায়মান হইয়া রাণী উচ্চৈঃস্বরে ঘোষণা করিয়াছিলেন যে ভবিষ্যতে যাহা কিছু দুর্ঘটনা ঘটিবে তাহার ভার তিনি পরস্কন্ধারোপণ করিবেন। সিপিএম নামক একটি জনগোষ্ঠীর প্রতি তিনি সর্বদা ঈর্ষান্বিত থাকিতেন। ঈর্ষার বশীভূত হইয়া তিনি প্রতিটি দুর্ঘটনার দায়ভার সিপিএমের উপর ন্যাস্ত করিয়া প্রজাসকলকে ভ্রমিত করিয়া পরমসুখে বহুকাল রাজত্ব করিয়াছিলেন। রাণী মমতা মিথ্যাচারী হইলেও সংবাদমাধ্যমসকল রাণীর অভিশম্পাত এড়াইতে তাঁহার মিথ্যাভাষ্য প্রচার করিত। প্রজাসকল প্রত্যহ মিথ্যা পাঠ করিলেও রাণীর ভয়ে ভীত হইয়া সত্যান্বেষণ হইতে বিরত থাকিত। এবং মনেপ্রাণে রাণী হইতে মুক্তির পথ ভিক্ষা করিত।”
“একদা সুবৃহৎ চিকিৎসায়নে জনৈক রোগীর দেহ মূষিকে দংশন করিলে অত্যধিক রক্তপাতজনিত কারণে রোগীর মৃত্যু ঘটিলে রাণী মমতা সিপিএমের দোষ খুঁজিয়া পাইলেন। কথিত আছে তিনি বলিয়াছিলেন যে তাঁহার রাজ্যাভিষেকে সিপিএম ঈর্ষান্বিত হইয়া বিভিন্ন চিকিৎসায়নে রোগীদের হত্যা করিবার নিমিত্ত মূষিক প্রসব করিয়াছে।”
“উক্ত রাণীর জন্মলগ্নের শতাধিক বৎসর পূর্বে সুকুমার রায় নাম্নী প্রসিদ্ধ সাহিত্যিক তাঁহার ‘হযবরল’ গ্রন্থে বর্ণনা করিয়াছিলেন যে কাকেশ্বর নামক এক বায়সের নিকট দৈর্ঘ্য ও প্রস্থের পরিমাপ নিমিত্ত একটি যন্ত্র ছিল। উক্ত যন্ত্রে সর্বদা ‘ছাব্বিশ ইঞ্চি’ প্রতিফলিত হইত। অর্থাৎ কোন বস্তুর পরিমাপ যাহাই হউক না কেন কাকেশ্বরের যন্ত্রে তাহা ‘ছাব্বিশ ইঞ্চি’ দর্শিত হইত। প্রজাসকল কৌতূহল নিবারণের জন্য প্রশ্ন করিলে কাকেশ্বর কহিত যে তাহার যন্ত্রটির সর্ব রেখাসমূহ ক্ষয়িত হইয়াছে এবং কেবলমাত্র ‘ছাব্বিশ ইঞ্চি’ রেখাটি পাঠযোগ্য রহিয়াছে। ফলস্বরূপ পরিমাপ করিতে হইলে তাহার ছাব্বিশ ইঞ্চি ব্যতিরেকে অন্য কোন উপায় নাই।”
“হে জনার্দন, বঙ্গবর্ষের রাণী মমতা কাকেশ্বর রোগাগ্রস্ত হইয়াছিলেন। যন্ত্র ক্ষয়িত হইলে কাকেশ্বর যেমন কেবলমাত্র ছাব্বিশ ইঞ্চি দর্শন করিতে সক্ষম হইত তেমনি অবিবেচক রাণী মমতার দৃষ্টিক্ষীণ এবং মতিভ্রম হইলে তিনি কেবলমাত্র সিপিএম উপলব্ধি করিতে সক্ষম ছিলেন। এবং ঘটনা কিংবা দুর্ঘটনার দায়ভার সিপিএমের স্কন্ধারোপণ করিতে তৎপর হইতেন।”
এইরূপ ভাষ্যদানপূর্বক হুতোম পন্ডিত পক্ষবিস্তারপূর্বক ফরফর শব্দ সহযোগে মহাকাশে বিলীন হইলে রাজা জনার্দন পুনরায় রাজনীতিশাস্ত্র অধ্যয়নে মনোনিবেশ করিলেন।
Related posts:
If you enjoyed this article, subscribe to receive more great content just like it.
Popular Posts
-
রাজা জনার্দন করজোরে হুটাহুট শব্দবাণ নিক্ষেপ করিয়া হুতোম পন্ডিতকে স্মরণ করিয়া কহিলেন, হে পন্ডিতকূলশ্রেষ্ঠ সর্বজ্ঞ দশালোক পরিব্রাজক হুতো...
-
"হে পন্ডিত হুতোম, ক্ষেন্তিপিসি কে ছিলেন? তিনি বঙ্গবর্ষের প্রজাসকলকে কি উপায়ে দুখসাগরে নিক্ষিপ্ত করিয়াছিলেন? কেনই বা বঙ্গবর্ষ কন্টকতী...
-
হে হুতোম পন্ডিত, আপনি আমাদিগের নিকট আবির্ভূত হইয়া মহারাণী মমতার কাব্যবিন্যাস করিয়া কৌতুকরসে আমাদিগকে সিক্ত করিয়াছেন। অদ্য আমাদিগের মানসপ...
-
“হে সর্বজ্ঞানাধিপতি পন্ডিত হুতোম , অদ্য আপনি আমাদিগের সভাস্থলে সমুপস্থিত হইয়া চক্রান্তাসুর চরিত্র বর্ণনা করিয়া আমাদিগকে জ্ঞানলব্ধ করুন। কি...
-
একদা বঙ্গবর্ষে স্বৈরাচারী ও মিথ্যাচারী রাণী মমতা রাজকার্য পরিচালনা করিতেন। সেই সময়ে বঙ্গবর্ষে তাঁহার ভজনা নিমিত্ত কতকগুলি সংবাদ মাধ্যম সর্...
-
“হে সর্বলোকগামী হুতোম পন্ডিত, আমরা আপনার নিকট জ্ঞাত হইতে ইচ্ছুক যে আনন্দবাজার কে ছিল এবং কি ছিল তাহার অভিপ্রায়? জাগরীকান্ড দ্বারা আনন্দবাজা...
-
পুরাকালে বঙ্গবর্ষে এক অস্থিরমতি ও মিথ্যাচারী রাণী মমতার রাজত্ব ছিল। সেই সময়ে প্রজাগণের সমীপ তিনি কৌতুকোপাদান রূপে স্থাপিত হইয়াছিলেন। কথিত...
-
পুরাকালে বঙ্গবর্ষে ক্ষণকাল স্বল্পজ্ঞানী ও বাকসর্বস্ব রাণী মমতার রাজত্ব ছিল। বিশ্বের সমগ্র রাজাসমূহ তথা ধনী প্রজাবর্গের সহিত সম্মিলিত হইয়া প...
-
হে পন্ডিত হুতোম, আপনি সর্বকালবেত্তা। আপনি সর্বলোকগামী মহাপুরুষ। আপনি আমাদিগের কৌতূহলের একমাত্র নিবারক হইয়া আবির্ভূত হইয়া পুরাকালের ঘটন...
-
কোলকাতাকে লন্ডনে পরিবর্তিত করিবার অনর্থক প্রয়াস হইতে রাণী মমতা যদি বিরত থাকেন তবে সাধারণ প্রজাবর্গের মঙ্গল সাধন হইবে। একদা বঙ্গবর্ষে মমতা ...

>> <<
পুরাণের গল্প। পুরোনো গল্প।
Labels
Powered by Blogger.

Recent Stories
Connect with Facebook
Sponsors
Search
Categories
Labels
- 2G scam (1)
- Anandabazar (1)
- APDR (1)
- bengal (4)
- Chidambaram (1)
- Congress (1)
- CPI(M) (1)
- Jagori (1)
- London (1)
- Mahashweta (1)
- Mahatma Gandhi (1)
- mamata (5)
- Maoist (1)
- Owl Watch (1)
- Pranab (1)
- puran (1)
- Rabindranath (2)
- আনন্দবাজার (1)
- কাকেশ্বর (1)
- কিউবিক ফিট (1)
- গণিতশাস্ত্র (1)
- জাগরী (1)
- বঙ্গ (2)
- বঙ্গবর্ষ (3)
- বুলেশ্বর (1)
- মমতা (3)
- মাওবাদী (1)
- সংবাদপত্র (2)
- সংবাদমাধ্যম (2)
- সেন্টিগ্রেড (1)
- হুতোম পণ্ডিত (1)

Tag Cloud
0 comments for this post
Leave a reply